সহিংস ঘটনার বিচার দাবি ১৪ দলের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট করতেই কোটা সংস্কার আন্দোলনকে ভর করে বিএনপি-জামায়াতের দুঃস্কৃতিকারীরা বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এসব সন্ত্রাসী কার্যক্রম সাধারণ শিক্ষার্থীরা করেনি।
আজ সোমবার (২৯ শে জুলাই) সকালে ১৪ দলীয় জোটের নেতারা রাজধানীর সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভবনে ক্ষয়ক্ষতি পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় ভবিষৎতে এমন সহিংস পরিস্থিতি এড়াতে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানান তারা। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে।