ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
  • / ৪০২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তোপের মুখে পড়ে মতবিনিময় সভা শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন তিনি।

আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সভার এক পর্যায়ে পদ-পদবি নিয়ে আলোচনার জেরে তৈরি হয় অসন্তোষ।

জানা গেছে, সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। এ সময় পেছন থেকে সাবেক ছাত্রনেতাদের অনেকে হট্টগোল শুরু করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় সাবেক নেতাদের উদ্দেশে কাদের বলেন, আলোচনা-পর্যালোচনার পরই তাদের দলীয় পদ দেওয়া হবে। ২০১৩-১৫ সালের আগুন সন্ত্রাসের প্রসঙ্গ সামনে এনে এ সময় তিনি আরও বলেন, দেশে আবারও সেই সন্ত্রাস ফিরে এসেছে। নৈরাজ্যকারীদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

পরে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচ তলায় ভুয়া ভুয়া স্লোগানও দেন তারা।

নিউজটি শেয়ার করুন

সাবেক ছাত্রনেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৪:০৩:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তোপের মুখে পড়ে মতবিনিময় সভা শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন তিনি।

আজ বুধবার বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সভার এক পর্যায়ে পদ-পদবি নিয়ে আলোচনার জেরে তৈরি হয় অসন্তোষ।

জানা গেছে, সোয়া ১১টায় সভাস্থলে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসেই গণমাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। এ সময় পেছন থেকে সাবেক ছাত্রনেতাদের অনেকে হট্টগোল শুরু করেন। ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করেও বলেন, ডাকছেন আমাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে। আপনি করছেন সংবাদ সম্মেলন। এরই মধ্যে কিছুক্ষণ কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় সাবেক নেতাদের উদ্দেশে কাদের বলেন, আলোচনা-পর্যালোচনার পরই তাদের দলীয় পদ দেওয়া হবে। ২০১৩-১৫ সালের আগুন সন্ত্রাসের প্রসঙ্গ সামনে এনে এ সময় তিনি আরও বলেন, দেশে আবারও সেই সন্ত্রাস ফিরে এসেছে। নৈরাজ্যকারীদের প্রতিহত করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।

পরে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচ তলায় ভুয়া ভুয়া স্লোগানও দেন তারা।