ইসরায়েলি হামলায় আল-জাজিরার দুই সাংবাদিকের মৃত্যু
- আপডেট সময় : ০১:৪৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৪০৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল বুধবার এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিহত সাংবাদিকেরা হলেন আল-জাজিরা অ্যারাবিকের সাংবাদিক ইসমাইল আল-গউল ও তাঁর ক্যামেরাপারসন রামি আল-রিফি।
এপির প্রতিবেদনে বলা হয়, এই দুই সাংবাদিকই গাজার শাতি শরণার্থী শিবির থেকে রিপোর্টিং করছিলেন। এই শিবিরে জন্ম নেন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়া।
আল-জাজিরার দুই সাংবাদিকের মৃতদেহ নিকটবর্তী আল-আহলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ওপর হামলার সময় আরও এক শিশু নিহত হয়। তবে তার সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এই হত্যাকাণ্ড নিয়ে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি এপি।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) হিসাব অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১১ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন। অবশ্য গাজা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ১৬৫।