আন্দোলনে প্রাণ ঝরে যাওয়া নিয়ে উপহাস করেছে সরকার: সাকি
- আপডেট সময় : ০২:২৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
- / ৩৭৩ বার পড়া হয়েছে
গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে প্রাণ ঝরে যাওয়া নিয়ে উপহাস করেছে সরকার। বৃহস্পতিবর (১ আগস্ট) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, সরকারের পক্ষে থেকে বলা হচ্ছে পুলিশ বাহিনী গুলি করেনি, ভিডিওতে মানুষ ভুল দেখছে। এমন কথা বলা হচ্ছে। ফ্যাসিস্টরা মিথ্যার ওপর দাঁড়িয়ে ভয়াবহ প্রদর্শনী করছে। সরকার যে তদন্ত করবে সেখানে বলবে পুলিশ গুলি করেনি, এদের বিচার জনগণ বিশ্বাস করে না।
নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, আন্দোলনের নামে এতো প্রাণ ঝরে যাওয়া নিয়ে উপহাস করেছে সরকার প্রধান। ছাত্রলীগকে দিয়ে সরকারই প্রথম হামলা করেছে আন্দোলনের ওপর। কোনো তদন্ত ছাড়াই সহিংসতার দায় বিরোধী দল আর আন্দোলনকারীদের ওপর চাপিয়েছে সরকার।
সাকি বলেন, শিক্ষার্থীরা প্রমাণ করেছে দেশের ভবিষ্যৎ আছে। মার্চ ফর জাস্টিজের মতো শান্তিপূর্ণ কর্মসুচিতেও হামলা করেছে। সরকার প্রধানের বিরক্তির দাম বাংলাদেশীদের দিতে হচ্ছে। হাসপাতালে হাসপাতালে হামলা গ্রেপ্তার করা হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে বহু আগে থেকেই সরকারের পদত্যাগ চাইছি, এখন সরকারের পদত্যাগের দাবি মানুষের ঘরে ঘরে প্রতিধ্বনি হচ্ছে। দেশের মানুষ সরকারের ওপর চুড়ান্ত অনাস্থা জানিয়েছে।