ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিশু ফাইয়াজের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
  • / ৪৩০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নাশকতার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার শিশু আদালত-৩ এর বিচারক রোকসানা বেগম হ্যাপি শিক্ষার্থী ফাইয়াজের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাইয়াজের আইনজীবী মুজাহিদুল ইসলাম।

শিক্ষার্থী ফাইয়াজের জন্ম নিবন্ধন সনদ ও এসএসসির সনদ অনুযায়ী ২০০৭ সালের ১৯ এপ্রিল। ১৭ বছর ৩ মাস বয়স তার। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজধানী ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর শিশু আইন অনুযায়ী ফাইয়াজ একজন শিশু। অথচ যাত্রাবাড়ীর একজন পুলিশ সদস্য হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বয়স ১৯ দাবি করে ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে গত ২৭ জুলাই ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিশু ফাইয়াজকে হাতকড়া পরিয়ে আদালতে তোলা এবং তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচিত হওয়ার পর গত ২৮ জুলাই তার রিমান্ড বাতিল করা হয়। আর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর জন্য আদেশ দেয়া হয়। ওইদিন থেকে সে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছেন।

এদিকে এদিন ফাইয়াজের জামিনের জন্য আবেদন করা হলে তাকে জামিন দেননি শিশু আদালত। এ কারণে টঙ্গীর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রেই থাকতে হচ্ছে ঢাকা কলেজের এই ছাত্রকে।

এর আগে গত ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাক পরিহিত একদল লোক জিজ্ঞাসাবাদের কথা বলে ফাইয়াজকে তুলে নিয়ে যায় বলে জানায় তার পরিবার। এর তিনদিন পর হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয় ফাইয়াজকে।

নিউজটি শেয়ার করুন

শিশু ফাইয়াজের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ১০:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নাশকতার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার ঢাকা কলেজের এইচএসসি প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার শিশু আদালত-৩ এর বিচারক রোকসানা বেগম হ্যাপি শিক্ষার্থী ফাইয়াজের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাইয়াজের আইনজীবী মুজাহিদুল ইসলাম।

শিক্ষার্থী ফাইয়াজের জন্ম নিবন্ধন সনদ ও এসএসসির সনদ অনুযায়ী ২০০৭ সালের ১৯ এপ্রিল। ১৭ বছর ৩ মাস বয়স তার। সে চলতি বছরের এসএসসি পরীক্ষায় রাজধানী ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন। আর শিশু আইন অনুযায়ী ফাইয়াজ একজন শিশু। অথচ যাত্রাবাড়ীর একজন পুলিশ সদস্য হত্যার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বয়স ১৯ দাবি করে ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলে গত ২৭ জুলাই ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শিশু ফাইয়াজকে হাতকড়া পরিয়ে আদালতে তোলা এবং তার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচিত হওয়ার পর গত ২৮ জুলাই তার রিমান্ড বাতিল করা হয়। আর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর জন্য আদেশ দেয়া হয়। ওইদিন থেকে সে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছেন।

এদিকে এদিন ফাইয়াজের জামিনের জন্য আবেদন করা হলে তাকে জামিন দেননি শিশু আদালত। এ কারণে টঙ্গীর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রেই থাকতে হচ্ছে ঢাকা কলেজের এই ছাত্রকে।

এর আগে গত ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাক পরিহিত একদল লোক জিজ্ঞাসাবাদের কথা বলে ফাইয়াজকে তুলে নিয়ে যায় বলে জানায় তার পরিবার। এর তিনদিন পর হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয় ফাইয়াজকে।