গণভবনে ঢুকে জনতার উল্লাস
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
- / ৪২৭ বার পড়া হয়েছে
পদত্যাগ করে রাজধানী ছেড়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। এরইমধ্যে গণভবনে ঢুকে জনতা উল্লাস প্রকাশ করছেন। তার আগে শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন কোটি নারী-পুরুষ, ছাত্র-জনতা। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার অংশগ্রহণে এ জনস্রোত পরিণত হয়েছে জনসমুদ্রে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের কারফিউ ভেঙে যাত্রাবাড়ী -উত্তরাসহ বিভিন্ন পয়েন্টে রাজধানীমুখী লাখ লাখ মানুষের জনস্রোত নেমে আসে। তাদের একদফা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ।
উল্লসিত জনতা বলেন, প্রধানমন্ত্রীর পদে আঁকড়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গেছেন। এতে আমরা খুশি। তবে, তাকে বিচারের আওতায় আনতে হবে।
এ মূহুর্তে গণভবনে ঢুকে পড়েছেন সর্বস্তরের ছাত্র-জনতা। জনগণ শেখ হাসিনার রেখে যাওয়া মাছ ধরে আনন্দ উল্লাস করছেন।