দিল্লি ত্যাগ করেছে শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ
- আপডেট সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
- / ৩৭১ বার পড়া হয়েছে
শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি দিল্লির পার্শ্ববর্তী সামরিক বিমান ঘাঁটি ত্যাগ করেছে। আজ (মঙ্গলবার, ৬ আগস্ট) বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সেখানে শেখ হাসিনা আছেন কী না তা জানা যায়নি।
এর আগে গতকাল (সোমবার, ৫ আগস্ট) অসহযোগ আন্দোলন থেকে দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এদিন দুপুরে বঙ্গভবন থেকে একটি সামরিক উড়োজাহাজ শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন। ওইদিন বিকাল সাড়ে পাঁচটার দিকে অ্যাজাক্স ১৪৩১ মডেলের সি-১৩০ উড়োজাহাজটি দিল্লির আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে।
ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানিয়েছেন বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়। শেখ হাসিনা দিল্লীতে কয়েকদিন থাকবেন এবং এরপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলেও জানা গেছে।
শেখ হাসিনার পরবর্তী গন্তব্য যুক্তরাজ্য না ফিনল্যান্ড, এ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। যদিও তৃতীয় কোনো দেশে আশ্রয় না পাওয়া পর্যন্ত দিল্লিতে নিরাপদ আবাসে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার।
পরবর্তী গন্তব্য কোন দেশ হতে পারে এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতের কয়েকটি গণমাধ্যম বলছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের চাইতে পারেন সাবেক সরকারপ্রধান। এক্ষেত্রে ভারত তাকে সেফ প্যাসেজ তৈরি করে দিতে পারে।
বর্তমানে ভারত সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউজে অবস্থান করছেন তিনি। যদিও প্রতিবেশি দেশটির পক্ষ থেকে বেশিদিন তাকে আশ্রয় নাও দেয়া হতে পারে।