কেন্দ্রীয় শহীদ মিনারে ড. ইউনূসের শ্রদ্ধা
- আপডেট সময় : ১২:১৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আরও ১৩ উপদেষ্টা ভাষাশহীদদের শ্রদ্ধা জানান।
এর আগে সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
বৃহস্পতিবার রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা শপথ নেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার পর দেশে ফেরেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরে তিনি বলেন, আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটিকে সামনে রেখে এবং আরও মজবুত করে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, যারা এটি সম্ভব করেছে, যে তরুণ সমাজ; তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজ আমার পাশে আছে।