ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে

নাটোর সংবাদদাতা
  • আপডেট সময় : ০৬:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া পৌরসভায় আশার আলো দেখাচ্ছে সৌর বিদ্যুৎ। স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে এখানকার বিদ্যুৎ। পৌরসভার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের সাথে বাড়তি আয়ও হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, জ্বালানিবিহীন সৌর বিদ্যুৎ উৎপাদনে খরচ কম। এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে জ্বালানির ওপর চাপ কমবে বলে মত সংশ্লিষ্টদের।

নাটোরের সিংড়া পৌরসভায় জার্মান সংস্থার একটি প্রকল্পের আওতায় ২০১৮ সালে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন ইউনিট। আর সেই ইউনিটের চার্জিং পয়েন্ট থেকেই প্রকল্পের আওতাধীন ১৫টি ইজিবাইক এবং ১টি অ্যাম্বুলেন্স চার্জ দেয়া হয়। নিজেদের ১৬টি বাহনের বিদ্যুতের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারের মাধ্যমে সরাসরি যোগ হচ্ছে জাতীয় গ্রীডে। প্রতিমাসে গড়ে ৩ হাজার ইউনিট উৎপাদনের ফলে পৌরসভার বিদ্যতের চাহিদা পুরোপুরি মিটছে। অতিরিক্ত বিদ্যুতের উৎপাদনের ফলে পৌরসভার বাড়তি আয়ও হচ্ছে।

দেশের সকল পৌরসভা ও ইউনিয়ন কমপ্লেক্সে এই সোলার প্যানেল বসানো গেলে বিদ্যুতের টাকা সাশ্রয় করে সরকার অর্থনেতিক ভাবে সমৃদ্ধ হবে বলে মনে করেন এই পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি, শুধু প্রতিষ্ঠান নয় ব্যক্তি উদ্যোগেও বহুতল ভবন ও ব্যবসায়িক স্থাপনাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করে লোডশেডিং রোধ ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হওয়া সম্ভব।

সোলার প্যানেল স্থাপন করে জ্বালানি নির্ভরতা কমার পাশাপশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে বলে মনে করেন নাটোর পল­ী বিদ্যুৎ সমিতির সাধারণ ব্যবস্থাপক ।

নিউজটি শেয়ার করুন

সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাচ্ছে

আপডেট সময় : ০৬:৫২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নাটোরের সিংড়া পৌরসভায় আশার আলো দেখাচ্ছে সৌর বিদ্যুৎ। স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে এখানকার বিদ্যুৎ। পৌরসভার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের সাথে বাড়তি আয়ও হচ্ছে। বিদ্যুৎ বিভাগ বলছে, জ্বালানিবিহীন সৌর বিদ্যুৎ উৎপাদনে খরচ কম। এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে জ্বালানির ওপর চাপ কমবে বলে মত সংশ্লিষ্টদের।

নাটোরের সিংড়া পৌরসভায় জার্মান সংস্থার একটি প্রকল্পের আওতায় ২০১৮ সালে স্থাপন করা হয়েছে সৌর বিদ্যুৎ উৎপাদন ইউনিট। আর সেই ইউনিটের চার্জিং পয়েন্ট থেকেই প্রকল্পের আওতাধীন ১৫টি ইজিবাইক এবং ১টি অ্যাম্বুলেন্স চার্জ দেয়া হয়। নিজেদের ১৬টি বাহনের বিদ্যুতের চাহিদা মিটিয়ে অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারের মাধ্যমে সরাসরি যোগ হচ্ছে জাতীয় গ্রীডে। প্রতিমাসে গড়ে ৩ হাজার ইউনিট উৎপাদনের ফলে পৌরসভার বিদ্যতের চাহিদা পুরোপুরি মিটছে। অতিরিক্ত বিদ্যুতের উৎপাদনের ফলে পৌরসভার বাড়তি আয়ও হচ্ছে।

দেশের সকল পৌরসভা ও ইউনিয়ন কমপ্লেক্সে এই সোলার প্যানেল বসানো গেলে বিদ্যুতের টাকা সাশ্রয় করে সরকার অর্থনেতিক ভাবে সমৃদ্ধ হবে বলে মনে করেন এই পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দাবি, শুধু প্রতিষ্ঠান নয় ব্যক্তি উদ্যোগেও বহুতল ভবন ও ব্যবসায়িক স্থাপনাতে সৌরবিদ্যুৎ ব্যবহার করে লোডশেডিং রোধ ও অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হওয়া সম্ভব।

সোলার প্যানেল স্থাপন করে জ্বালানি নির্ভরতা কমার পাশাপশি বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে বলে মনে করেন নাটোর পল­ী বিদ্যুৎ সমিতির সাধারণ ব্যবস্থাপক ।