০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ

কর্মবিরতি শেষে রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ। আজ (সোমবার, ১২ আগস্ট) সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশকে। তবে, কিছু কিছু পয়েন্টে তাদের সাথে এখনও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কর্মবিরতিতে যায় পুলিশ। ফলে পুলিশ শূন্য হয়ে পড়ে রাজধানী। পরে ঢাকাসহ সারাদেশের ট্রাফিক সিগন্যাল ও সড়কের যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।

এদিকে, ১৫ আগস্টের মধ্যে পুলিশকে কাজে যোগ দেয়ার ঘোষণার পর নিজেদের কাজে যোগ দিতে শুরু করেছে পুলিশ। কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরতে পেরে সন্তুষ্ট তারা। জানান, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সড়ক ব্যবস্থাপনার কাজ এগিয়ে নেবেন তারা।

রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ

আপডেট : ০৩:৩৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

কর্মবিরতি শেষে রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ। আজ (সোমবার, ১২ আগস্ট) সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশকে। তবে, কিছু কিছু পয়েন্টে তাদের সাথে এখনও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কর্মবিরতিতে যায় পুলিশ। ফলে পুলিশ শূন্য হয়ে পড়ে রাজধানী। পরে ঢাকাসহ সারাদেশের ট্রাফিক সিগন্যাল ও সড়কের যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।

এদিকে, ১৫ আগস্টের মধ্যে পুলিশকে কাজে যোগ দেয়ার ঘোষণার পর নিজেদের কাজে যোগ দিতে শুরু করেছে পুলিশ। কর্মবিরতি কাটিয়ে কাজে ফিরতে পেরে সন্তুষ্ট তারা। জানান, শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে সড়ক ব্যবস্থাপনার কাজ এগিয়ে নেবেন তারা।