জাতিসংঘের স্বাধীন তদন্ত দল আসবে বাংলাদেশে: গোয়েন লুইস

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
- / ৪০৬ বার পড়া হয়েছে

জাতিসংঘের ঢাকা মিশনের প্রধান গোয়েন লুইস জানিয়েছেন, জাতিসংঘের অর্থায়নে স্বাধীন তদন্ত দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই তদন্ত দলের কর্মপরিধি কী হবে, তা ঠিক করার কাজ চলছে। জাতিসংঘের অর্থায়নে ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন।
এর আগে বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার বিষয়ে জাতিসংঘ শীঘ্রই তদন্ত শুরু করবে বলে জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।