বার্সা ছাড়তে চাচ্ছেন গুন্ডোয়ান
- আপডেট সময় : ০১:২২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
ম্যানচেস্টার সিটি থেকে গত মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন ইলকাই গুন্ডোয়ান। কাতালান ক্লাবটির সঙ্গে দুবছরের চুক্তি করলেও আলোচনায় আছে চলতি মৌসুমেই বার্সা ছাড়তে চান জার্মান মিডফিল্ডার। কী কারণে ছাড়তে চান সেটি এখনই পরিষ্কার করছেন না।
স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, ক্লাব ছাড়ার ব্যাপারটি বার্সা কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছেন গুন্ডোয়ান। ইউরোপে চলতি গ্রীষ্ম দলবদলে তিনি কাতালান ডেরা থেকে বের হতে চান, এমন জানিয়ে দিয়েছেন।
নতুন মৌসুমে বার্সার প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে ছিলেন না ৩৩ বর্ষী গুন্ডোয়ান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল চোটজনিত কারণে খেলছেন না।
সংবাদমাধ্যমে খবর, বার্সা ছেড়ে জার্মান তারকা তুরস্কের ক্লাবে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ক্লাবের প্রস্তাব পাননি। আলোচনায় আছে সৌদি প্রো লিগের ক্লাবের সঙ্গেও কথা চলছে।
গুন্ডোয়ান প্রসঙ্গে ৫৯ বর্ষী বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘আমার মনে হয় সে বার্সা ছাড়তে চাচ্ছে। আইব্রোতে চোট পাওয়ায় আজ মাঠের বাইরে ছিল, নিজ বাড়িতে অবস্থান করছে। আমি ইলকাইয়ের সঙ্গে কথা বলেছি, আলোচনার বিষয়টা আমাদের মাঝেই থাকুক।’