ঢাকা ১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তাঁর স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাঁদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ‘প্রাইভেট কারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছি। আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেন বলেন, চিকিৎসা শেষে জসিম উদ্দিন পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী বাগমারার দিকে যাচ্ছিলেন। পথে এই দুঘর্টনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনার পর সকালে স্বজনেরা তাদের মরদেহ নিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে সড়কে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক গুরুতর আহত হয়েছেন। ঢাকা-রাজশাহী মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আজ সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা থানার নরসিংহপুর গ্রামের জসিম উদ্দিন (৬৫), তাঁর স্ত্রী ময়না খাতুন (৬০) ও তাঁদের দুই ছেলে জামাল উদ্দিন (৪৫) ও কামাল উদ্দিন (৪০)।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাব অফিসার মো. নুরুল ইসলাম বাবু বলেন, ‘প্রাইভেট কারটি ঢাকা থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪ জনের মরদেহ উদ্ধার করেছি। আহত প্রাইভেট কার চালককে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হোসেন বলেন, চিকিৎসা শেষে জসিম উদ্দিন পরিবার নিয়ে ঢাকা থেকে রাজশাহী বাগমারার দিকে যাচ্ছিলেন। পথে এই দুঘর্টনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় আনার পর সকালে স্বজনেরা তাদের মরদেহ নিয়ে গেছেন।