ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

রোববার (১৮ই আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে ২টি হত্যা মামলা করা হয়েছে।

নিহত মিলন সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, গত ২১জুলাই শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মিলন মিয়া। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এই ঘটনায় মিলনের বুকে গুলি লাগে। তাকে সাইনবোর্ডের প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

আপডেট সময় : ০১:৩৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মো. মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ মোট ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

রোববার (১৮ই আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে ২টি হত্যা মামলা করা হয়েছে।

নিহত মিলন সিদ্ধিরগঞ্জপুল এলাকায় মাছের ব্যবসা করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকী থানার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটকা গ্রামে।

মামলা সূত্রে জানা যায়, গত ২১জুলাই শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিয়ে মাছের আড়তে যাচ্ছিলেন মিলন মিয়া। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এই ঘটনায় মিলনের বুকে গুলি লাগে। তাকে সাইনবোর্ডের প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাতে মারা যায়।