ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সাবেক হুইপ ইকবালুর রহিম-বিচারপতি ইনায়েতুর রহিমের নামে হত্যা মামলা

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিমের নামে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে দিনাজপুর কোতয়ালি থানায় মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার সাহারউদ্দিনের ছেলে রুহান হোসেন। মামলায় মোট ২০ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের মতো গত ৪ আগস্ট দিনাজপুরেও শিক্ষার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই দিন দুপুর ১২টার সময় আন্দোলনকারীরা শহরের হাসপাতাল মোড় থেকে বাংলা স্কুল মোড় হয়ে জিলা স্কুলের দিকে যাচ্ছিলেন। এ সময় সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই হাই কোটের আপিল বিভাগের সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের উসকানিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগ বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করেন।

বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ারসেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন, যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, মো. মিথুন, মো. সুইট, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মো. রমজান, সালেকীন রানা, শাহ আলম, আবু ইবনে রজব, হারুন অর রশিদ রায়হান, মমিনুল ইসলাম, ফরিদুল ইসলাম, ইমদাদ সরকার, রানা ও ছাত্রলীগ নেতা মিথুন।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, আজ (সোমবার) দুপুরে একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

সাবেক হুইপ ইকবালুর রহিম-বিচারপতি ইনায়েতুর রহিমের নামে হত্যা মামলা

আপডেট সময় : ১০:৫০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

দিনাজপুরে জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইনায়েতুর রহিমের নামে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে দিনাজপুর কোতয়ালি থানায় মামলাটি করেছেন সদর উপজেলার উপশহর এলাকার সাহারউদ্দিনের ছেলে রুহান হোসেন। মামলায় মোট ২০ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের মতো গত ৪ আগস্ট দিনাজপুরেও শিক্ষার্থীরা একত্রিত হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। ওই দিন দুপুর ১২টার সময় আন্দোলনকারীরা শহরের হাসপাতাল মোড় থেকে বাংলা স্কুল মোড় হয়ে জিলা স্কুলের দিকে যাচ্ছিলেন। এ সময় সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড় ভাই হাই কোটের আপিল বিভাগের সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের উসকানিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগ বন্দুক, পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলি বর্ষণ করেন।

বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ ও বিজিবি টিয়ারসেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় রাহুল ইসলাম নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাহুলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ৭ আগস্ট সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় রাহুলের মৃত্যু হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন, যুবলীগ নেতা রাশেদ পারভেজ, আনোয়ার হোসেন, মো. মিথুন, মো. সুইট, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান অভিজিৎ বসাক, শেখপুরা ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলতাফুজ্জামান মিতা, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, মো. রমজান, সালেকীন রানা, শাহ আলম, আবু ইবনে রজব, হারুন অর রশিদ রায়হান, মমিনুল ইসলাম, ফরিদুল ইসলাম, ইমদাদ সরকার, রানা ও ছাত্রলীগ নেতা মিথুন।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, আজ (সোমবার) দুপুরে একটি মামলা করা হয়েছে।