উপজেলা পরিষদের ৯৮৮ ভাইস চেয়ারম্যানকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৫৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪
- / ৪০৭ বার পড়া হয়েছে

দেশজুড়ে উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ । আজ সোমবার (১৯শে আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অপসারণ করা ভাইস চেয়ারম্যানের মধ্যে পুরুষ ৪৯৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।
স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।
এর আগে, ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।