ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিহত হ্রদয় চন্দ্রের পরিবারকে অনুদান দিলো জামায়াত

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শুক্রবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আমীরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের কাছে এ অনুদান হস্তান্তর করেন।

এসময় হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা, বোন ও দুলাভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরাসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লার সঞ্চালনায় ও জেলা আমীর প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন ও করিম মৃধা কলেজের শিক্ষক অশোক দাস ও গৌতম কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী জেলায় ২২ জনকে ২২ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

নিহত হ্রদয় চন্দ্রের পরিবারকে অনুদান দিলো জামায়াত

আপডেট সময় : ০৫:১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী সরকারি জুবলি স্কুলের প্রাক্তণ শিক্ষার্থী শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারকে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

শুক্রবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আমীরে জামায়াতের পক্ষ থেকে কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের কাছে এ অনুদান হস্তান্তর করেন।

এসময় হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া ও তার মা, বোন ও দুলাভাইসহ পরিবারের অন্যান্য সদস্যরাসহ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি এবিএম সাইফুল্লার সঞ্চালনায় ও জেলা আমীর প্রফেসর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফখরুদ্দিন খান রাজী, হ্রদয় চন্দ্র তরুয়ার বাবা রতন চন্দ্র তরুয়া, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, শহর আমির আবুল বাশার, পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, জুবলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলাউদ্দিন ও করিম মৃধা কলেজের শিক্ষক অশোক দাস ও গৌতম কুমার দাস প্রমুখ।

এসময় বক্তারা শহীদ হ্রদয় চন্দ্র তরুয়ার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালী জেলায় ২২ জনকে ২২ লাখ টাকার অনুদান দেওয়া হচ্ছে বলে জানান।