আজ থেকে বন্যা পরিস্থিতি উন্নতির আভাস
- আপডেট সময় : ১২:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
- / ৩৬৯ বার পড়া হয়েছে
আজকের মধ্যে কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। আর সব অঞ্চলে উন্নতি হবে ২৭ বা ২৮ আগস্টের মধ্যে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য দিয়েছে। আর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১০ দিনে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কা নেই। এ সময় ভারী বৃষ্টি হলেও বিস্তীর্ণ এলাকা জুড়ে এর প্রভাব থাকবে না।
আজ রোববার পর্যন্ত বন্যাকবলিত এলাকায় বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে আগামীকাল সোমবার ভারী বৃষ্টি হতে পারে। আবার মঙ্গলবার থেকে অবস্থার উন্নতির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এস এম কামরুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় বন্যাদুর্গত এলাকায় বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে, ৫৭ মিলিমিটার। এখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। এ কারণে উজান থেকে নেমে আসা ঢল যদি কমে যায়, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা নেই।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতির।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, উজানের অববাহিকায় ভারী বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। ফলে এখন যে পানি কমছে এর ধারাবাহিকতা বজায় থাকতে পারে।
আবহাওয়াবিদদের দাবি, মাসের শুরুতেই স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছিল। ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত বৃষ্টি হয়েছে ৫০০ থেকে ৭০০ মিলিমিটার। এ সময় উজানেও হয়েছে ভারী বৃষ্টি। এ ছাড়া সাগরে জোয়ার বেশি থাকায় পানি সরে যেতে পারেনি। এ কারণেই বন্যা ভয়াবহ রূপ নেয়।
গেল মঙ্গলবার (২০ আগস্ট) থেকে বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ হয়ে উঠেছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি। আকস্মিক বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে বিপাকে পড়েছেন তারা। অনেকেই ঘর থেকে কিছু বের করতে না পেরে খালি হাতে ছুটে এসেছেন আশ্রয়কেন্দ্রে।
দুর্গত এলাকায় এখন দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। স্থানীয়রা বলছে, স্মরণকালে এমন ভয়াবহ বন্যা দেখেননি তারা।