উয়েফার বিশেষ পুরস্কার পাচ্ছেন রোনালদো
- আপডেট সময় : ০১:৪১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস- ইউরোপের এই ক্লাবগুলোর হয়ে ১৮৩ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোল সংখ্যা ১৪০। বর্তমানে ইউরোপে খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে তার ধারেকাছেও নেই আর কেউ। ১২৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসি পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। বিশেষ মানুষকে সম্মান জানাতে চাই বিশেষ কিছু।আর সেটাই করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবেচেয় বেশি গোল করার জন্য পর্তুগিজ সুপারস্টারকে বিশেষ এক পুরস্কার দিতে যাচ্ছে উয়েফা।
এবারই প্রথমবারের মতো হতে যাচ্ছে ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগ আগামীকাল (বৃহস্পতিবার) মোনাকোতে হবে এর প্রথম পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।
রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের অসংখ্য তারকাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। চ্যাম্পিয়ন্স লিগে তার গোল করার অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’শুধু গোল বা ফুটবল না, সেফেরিন প্রশংসা করেছেন রোনালদোর প্রভাব-নিবেদন এবং নৈতিকতার, ‘দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদ্যাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন।
এই মঞ্চে তার পেশাদারত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।’ইউরোপ থেকে বেশ কদিন আগেই বিদায় নিয়েছেন রোনালদো। এরপরেও অধরাই আছে তার রেকর্ডগুলো। চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি।
তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। রোনালদোর গোলের রেকর্ড আপাতত ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে।