আমেরিকার কাছে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবে ইউক্রেন

- আপডেট সময় : ০১:৪৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৩৯১ বার পড়া হয়েছে

রাশিয়ার সঙ্গে চলমান ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, তা নিয়ে আমেরিকার কাছে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতাল মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ শেষ করার ওপর জোর দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই শেষ করতে হবে। তবে সেই আলোচনায় ইউক্রেন অবশ্যই শক্তিশালী অবস্থানে থাকবে। এ জন্য আমরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই দলের প্রার্থীদের কাছে একটি বিজয় পরিকল্পনা উপস্থাপন করব।’
জেলেনস্কি আরও বলেন, ‘আমাদের সেনারা তিন সপ্তাহ আগে রুশ ভূখণ্ডে প্রবেশ করেছে। এটি ওই বিজয় পরিকল্পনারই অংশ। এই পরিকল্পনার সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলোও ক্রমান্বয়ে যুক্ত করা হবে।’
পরিকল্পনার মূল বিষয় সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের পরিকল্পনার মূল বিষয় হচ্ছে, রাশিয়াকে যুদ্ধের সমাপ্তি টানতে বাধ্য করা। যুদ্ধটি যেন ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত হয়, আমরা সেটিই চাই।’
ইউক্রেনের এই বিজয় পরিকল্পনা নিয়ে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক যেতে পারেন। সেই সময়েই বাইডেনের সঙ্গে বিজয় পরিকল্পনা নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করছেন তিনি।
এদিকে ৬ আগস্ট সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। কিয়েভ দাবি করেছে, তারা এখন পর্যন্ত রাশিয়ার ১ হাজার ২৯৪ বর্গ কিলোমিটার অঞ্চল ও ১০০ বসতি দখলে নিয়েছে।