ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। আর এই সময় নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে।

আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেয়া হবে।

তিনি বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন বলেন, কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

ফখরুল বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে সহযোগিতা করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি তাতে সহযোগিতা করবে। নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণের জন্য বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্রুত আলোচনার প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় কারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল বিএনপি তা ভুলে যায়নি। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে এসেছে, একটি নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে। তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বলেও জানান মির্জা ফখরুল। বলেন, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে।

তিনি আরও বলেন, ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে। এই মামলাগুলোর প্রাথমিক তদন্ত করা দরকার। দলের নেতা কর্মীদের মামলা দেয়ার ক্ষেত্রে ঢালাও মামলা দিয়ে ভালো উদ্দেশ্য নষ্ট না করার আহ্বান। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ভারত থেকে মিথ্যা অপপ্রচার চালান হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী বাতিল করে সেই টাকা বন্যায় দুর্গত মানুষের জন্য দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি

আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে একটি নির্দিষ্ট সময় দিতে চায় বিএনপি। আর এই সময় নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে।

আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্যার কারণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাতিল করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেয়া হবে।

তিনি বলেন, এখন প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির মধ্যে শুধু দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে।

তিনি বলেন বলেন, কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি।

ফখরুল বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝিও সৃষ্টি হতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকারকে সহযোগিতা করে দেশকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে হবে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিএনপি তাতে সহযোগিতা করবে। নির্বাচনের যৌক্তিক সময় নির্ধারণের জন্য বর্তমান সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্রুত আলোচনার প্রয়োজন।

মির্জা ফখরুল বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় কারা বিরাজনীতিকরণের চেষ্টা করেছিল বিএনপি তা ভুলে যায়নি। বিএনপি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করে এসেছে, একটি নিরপেক্ষ নির্বাচন চায়। জনগণের সমর্থনের সরকারের মাধ্যমে দেশের প্রকৃত সংস্কার আসবে। তবে কেউ যেন বিভাজন সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বলেও জানান মির্জা ফখরুল। বলেন, যারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে তাদের রাজনীতি করার অধিকার আছে।

তিনি আরও বলেন, ঢালাওভাবে মামলা দেয়া হচ্ছে। এই মামলাগুলোর প্রাথমিক তদন্ত করা দরকার। দলের নেতা কর্মীদের মামলা দেয়ার ক্ষেত্রে ঢালাও মামলা দিয়ে ভালো উদ্দেশ্য নষ্ট না করার আহ্বান। এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য ভারত থেকে মিথ্যা অপপ্রচার চালান হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। কোন সতর্কতা না দিয়ে ভারত বাঁধ খুলে দেয়ায় বন্যায় অনেক ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। প্রতিষ্ঠাবার্ষিকী বাতিল করে সেই টাকা বন্যায় দুর্গত মানুষের জন্য দেয়া হবে।