ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার দুটি অংশে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • / ৪০০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান শেষ করেছে ইসরাইল।

দেশটির সেনাবাহিনীর দাবি, মাসব্যাপী এ অভিযানে আড়াইশো হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী বলছে, এ অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

এই অভিযান শেষ হওয়ার কারণে দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।

তবে, খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৯৩ হাজারের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

গাজার দুটি অংশে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা ইসরাইলের

আপডেট সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় সামরিক অভিযান শেষ করেছে ইসরাইল।

দেশটির সেনাবাহিনীর দাবি, মাসব্যাপী এ অভিযানে আড়াইশো হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। সেনা প্রত্যাহারের আগ পর্যন্ত খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় তাণ্ডব চালিয়েছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনী বলছে, এ অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ছয় কিলোমিটার দৈর্ঘ্যের সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় জিম্মির মরদেহ।

এই অভিযান শেষ হওয়ার কারণে দক্ষিণ গাজা উপত্যকায় যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তারা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।

তবে, খান ইউনিস ও দেইর আল বালাহ থেকে প্রত্যাহার করে নেয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলমান যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে ৯৩ হাজারের বেশি মানুষ।