বন্যার্ত মানুষদের বাঁচানোই আমাদের প্রধান কাজ: ত্রাণ উপদেষ্টা
- আপডেট সময় : ০৩:২৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
অন্তর্বতী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, এখন বন্যার্ত মানুষদের বাঁচানো আমাদের প্রধান কাজ। তাদের চিকিৎসা সেবা দেয়া, ক্ষুধা মেটানো, নারী ও শিশু সবার স্বাস্থ্যের দায়িত্ব নেয়া আমাদের অগ্রাধিকার।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে নোয়াখালী সার্কিট হাউসে নোয়াখালীল বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের আরও বেশি উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে যেই সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলোর সাথে সমন্বয় করবেন। এ সমন্বয় যেন কোনভাবেই বিচ্ছিন্ন না হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, মেজর রিফাত আনোয়ার, জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আরা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) বিজয়া সেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।