পাকিস্তানেও ভয়াবহ বন্যা, ভূমিধসের সর্তকতা
- আপডেট সময় : ০২:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত, বাংলাদেশের পর এবার পাকিস্তানেও চলতি মাসে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সর্তকতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) সোমবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে যে বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস পাকিস্তানের উপরিভাগের বিভিন্ন অঞ্চলজুড়ে প্রবাহিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ভারী মৌসুমী বৃষ্টিপাত হবে।
আর্দ্র বাতাসের প্রভাবের পূর্বাভাস দিয়ে, সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এই অঞ্চলে আজ এবং আগামীকাল (মঙ্গলবার) ভারী বৃষ্টিপাতের জন্য একটি সতর্কতা জারি করেছে। এর ফলে বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। খবর জিও নিউজটিভি।
একটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, সব জেলা প্রশাসন পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করেছে, পিডিএমএ জানিয়েছে।
এদিকে, পিএমডি’র মুখ্য আবহাওয়াবিদ সর্দার সরফরাজের মতে, নতুন সিস্টেম উত্তর-পূর্ব পাঞ্জাবে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যখন হালকা বৃষ্টি লাহোর, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, রাওয়ালপিন্ডি, এবং ইসলামাবাদ এবং প্রদেশের অন্যান্য অঞ্চলে আঘাত হানতে পারে।
ভয়াবহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো ভারত
ভারতে চলতি মাসে (সেপ্টেম্বর) ভারী বৃষ্টিপাত ৫০ বছরের গড়ের চেয়ে ১০৯ শতাংশ বা দ্বিগুণেরও বেশি হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এ বিষয়ে সংস্থাটির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, আগস্টের ভারী বৃষ্টির চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হতে পারে মধ্য সেপ্টেম্বরের পর থেকে মাত্র ১৫ দিনে।
স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের ফলে গ্রীষ্মকালীন ফসল ধান, তুলা, সয়াবিন, ভুট্টা এবং ডালের অনেক ক্ষতি হতে পারে। যা সাধারণত মধ্য সেপ্টেম্বরের পর থেকে কাটা শুরু হয়। খবর জিও নিউজটিভি।
ভারতে জুলাই মাসে গড়ের চেয়ে ৯ শতাংশ বেশি বৃষ্টিপাতের পর, আগস্টে ১৫ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দেশের উত্তর-পশ্চিম ও মধ্য অঞ্চলের অনেকগুলো রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। ১ জুন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে দেশে গড়ের চেয়ে ৬ দশমিক ৯ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।