রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত অন্তত ৪০ জন নেপালি
- আপডেট সময় : ০২:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত হয়েছেন নেপালের অন্তত ৪০ জন নাগরিক এবং এই সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট।
মস্কোর নেপালি দূতাবাসের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ টেস্টের মাধ্যমে এ পর্যন্ত ৪০ জন নেপালির মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। টেস্ট এখনও অব্যাহত রয়েছে এবং ধারণা করা হচ্ছে, যুদ্ধে নিহত নেপালিদের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে।
নিহত যে ৪০ সেনা নেপালের নাগরিক হিসেবে শনাক্ত হয়েছেন এবং এখনও যেসব দেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের অপেক্ষায় রয়েছে, তারা সবাই রুশ সেনাবাহিনীকে কর্মরত ছিলেন। জাতীয়তা শনাক্ত হলেও এখন পর্যন্ত সবার নাম-পরিচয় এবং কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন সেসব এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
“আমরা এখনও নিহতদের বিস্তারিত পরিচয় জানতে পারিনি। এটুকু নিশ্চিত হয়েছি যে বয়সে তারা সবাই তরুণ; কিন্তু নাম-পরিচয় এবং নেপালে তাদের স্থায়ী ঠিকানা সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য আমাদের হাতে নেই,” কাঠমান্ডু পোস্টকে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। পরের বছর ২০২৩ সালের ২৭ ডিসেম্বর নেপালের পররাষ্ট্রমন্ত্রী এনপি সৌদ ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিভিন্ন ভিসায় রাশিয়ায় গিয়ে প্রায় ২০০ জন নেপালি নাগরিক রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন এবং ইতোমধ্যেই তাদের মধ্যে নিখোঁজ হয়েছেন অন্তত ১০০ জন।