ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকায় ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ভোর হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এতে রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যাঁরা রাস্তায় বের হয়েছেন, তাঁদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে বলেছে, এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। অনেক এলাকায় এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে। এতে করে স্কুল–-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরাসহ জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যাঁরা পথে নেমেছেন, তাঁরা প্রচ- দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড বৃষ্টিতে রাজধানী বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ধানমন্ডি, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনীপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এতে করে অনেক এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। জলমগ্নতার ফলে মহানগরজুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। নগরবাসীর পড়েছেন প্রচণ্ড দুর্ভোগে।

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকাল ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। অনেক এলাকায় এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ ওমর ফারুখ জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। এর আগের কয়েক ঘণ্টায় আরও ২২ মিলিমিটার বৃষ্টি হয়। এর ফলে সব মিলে ঢাকা বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় ১০২ মিলিমিটার।

এদিকে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ৯ জেলার উপর দিয়ে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এই কথা বলা হয়েছে।

এতে বলা হয় রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলঅ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকায় ৩ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি

আপডেট সময় : ০২:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার ভোর হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। এতে রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যাঁরা রাস্তায় বের হয়েছেন, তাঁদের চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে বলেছে, এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। অনেক এলাকায় এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

মুষলধারার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তা ডুবে গেছে। এতে করে স্কুল–-কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরাসহ জীবিকা ও অন্যান্য অনিবার্য প্রয়োজনে যাঁরা পথে নেমেছেন, তাঁরা প্রচ- দুর্ভোগে পড়েছেন। প্রচণ্ড বৃষ্টিতে রাজধানী বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ায় অনেক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে ধানমন্ডি, শেওড়াপাড়া, মালিবাগ, পশ্চিম তেজতুরী বাজার, বংশাল, বকশীবাজার, সাতরাস্তা, তেজগাঁও, তেজকুনীপাড়াসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এতে করে অনেক এলাকায় যানবাহন চলছে ধীরগতিতে। জলমগ্নতার ফলে মহানগরজুড়ে স্থবিরতা সৃষ্টি হয়েছে। নগরবাসীর পড়েছেন প্রচণ্ড দুর্ভোগে।

রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকাল ৬ থেকে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। আবহাওয়া বিভাগ জানিয়েছে, এখন বৃষ্টির বেগ কমে এলেও পুরোপুরি থামেনি। অনেক এলাকায় এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ ওমর ফারুখ জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮০ মিলিমিটার। এর আগের কয়েক ঘণ্টায় আরও ২২ মিলিমিটার বৃষ্টি হয়। এর ফলে সব মিলে ঢাকা বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয় ১০২ মিলিমিটার।

এদিকে আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ৯ জেলার উপর দিয়ে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাস এই কথা বলা হয়েছে।

এতে বলা হয় রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে দমকা অথবা ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলঅ হয়েছে।