বাংলাদেশ থেকে আরও কর্মী নেবে কুয়েত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
সম্পর্ক উন্নত করতে কুয়েত বাংলাদেশের দক্ষ কর্মীদেরসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মুত্তলাক আল-আদওয়ানি।
রাষ্ট্রদূত ফয়সাল মুত্তলাক আল-আদওয়ানি মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথী ভবন পদ্মায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
এসময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ কুয়েতের সাথে “একটি ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে তুলতে চায়।
বিদায়ী রাষ্ট্রদূত জানান, কুয়েতে বর্তমানে ৩ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত আছেন এবং দেশটি আরও বেশি সংখ্যক বাংলাদেশিকে নিয়োগ দিতে আগ্রহী।
তিনি বলেন, আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন সমস্যা এবং শক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হয়।