ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় বরং আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ শনিবার সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার গত ১৬-১৭ বছরের শাসনে কেউ একটু শব্দ করতে পারতো না। বাংলাদেশের মানুষ কি চাইতো আর চাইতো না- শেখ হাসিনা সেটার ধার ধারতো না। মানুষের পিঠ দেয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিল, মানুষ জীবনের মায়া না করে হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে।

এ সময় গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলেও জানান তিনি। ভারত এ দেশের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান রিজভী।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা নিজের দেশের জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষকে হত্যা করেছে। আয়না ঘর বানিয়ে বছরের পর বছর মানুষকে আটকে রেখেছে। পুলিশ দিয়ে হত্যা-গুম করেছে। কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে। যেমনিভাবে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানিদের বিপক্ষে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে দুরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে বিদেশি হস্তক্ষেপ ছিল কীনা তা পুনঃতদন্তের মাধ্যমে উঠে আসবে। এসময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশন চায় বিএনপি বলেও জানান রিজভী।

বিএনপি’র সহ-নার্সেস বিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ন্যাব সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সদস্য মো. মাহবুবুল ইসলাম, ইকবালুর রহমান রোকন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে: রিজভী

আপডেট সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪

ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় বরং আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ শনিবার সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার গত ১৬-১৭ বছরের শাসনে কেউ একটু শব্দ করতে পারতো না। বাংলাদেশের মানুষ কি চাইতো আর চাইতো না- শেখ হাসিনা সেটার ধার ধারতো না। মানুষের পিঠ দেয়ালে এমনভাবে ঠেকিয়ে দিয়েছিল, মানুষ জীবনের মায়া না করে হাসিনার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামে।

এ সময় গতকাল ভারতের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক বলেও জানান তিনি। ভারত এ দেশের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না বলেও জানান রিজভী।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, যারা নিজের দেশের জনগণের ওপর অত্যাচার করেছে। মানুষকে হত্যা করেছে। আয়না ঘর বানিয়ে বছরের পর বছর মানুষকে আটকে রেখেছে। পুলিশ দিয়ে হত্যা-গুম করেছে। কিন্তু মানুষ তার জীবনের মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন ঘটিয়েছে। যেমনিভাবে ব্রিটিশদেরকে তাড়িয়েছে, ১৯৭১ সালে পাকিস্তানিদের বিপক্ষে দাঁড়িয়েছে, ঠিক তেমনি ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে দুরভিসন্ধিমূলক উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে বিদেশি হস্তক্ষেপ ছিল কীনা তা পুনঃতদন্তের মাধ্যমে উঠে আসবে। এসময় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কারো কাছে মাথা নত করবে না এমন নির্বাচন কমিশন চায় বিএনপি বলেও জানান রিজভী।

বিএনপি’র সহ-নার্সেস বিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ন্যাব সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, সদস্য মো. মাহবুবুল ইসলাম, ইকবালুর রহমান রোকন প্রমুখ।