০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে হাসিনা–রেহানার নামে মামলার আবেদন

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৩:৫১:১৯ অপরাহ্ন, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯ দেখেছেন

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক যুবককে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলা আবেদন করা হয়েছে।

আজ রোববার দুপুরে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে এই মামলার আবেদন করেন।

রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অভিযোগ আনা হয়েছে তার বোন শেখ রেহেনা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুসহ ১১১ জনের বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র আইনজীবী নুরুল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না তা আদালতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা রাখছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা দেবেন। এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৯ আগস্ট বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় গুলিতে নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর।

৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।

ময়মনসিংহে হাসিনা–রেহানার নামে মামলার আবেদন

আপডেট : ০৩:৫১:১৯ অপরাহ্ন, রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক যুবককে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের নামে আদালতে মামলা আবেদন করা হয়েছে।

আজ রোববার দুপুরে মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন জাহানের আদালতে এই মামলার আবেদন করেন।

রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অভিযোগ আনা হয়েছে তার বোন শেখ রেহেনা, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত এবং সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুসহ ১১১ জনের বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করে সিনিয়র আইনজীবী নুরুল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না তা আদালতকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা রাখছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেপ্তারে নির্দেশনা দেবেন। এ সময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ১৯ আগস্ট বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় গুলিতে নিহত হন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর।

৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত সাবেক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে।