১৫ বছরে ব্যাংকগুলো থেকে বিএবি’র ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ
- আপডেট সময় : ০৩:৪৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
গত ১৫ বছরে ব্যাংকগুলো থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা নিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। আর এর পিছনে প্রধান হাত ছিল সংগঠনটির এবং এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের। যে কিনা ১৭ বছর সংগঠনটি দখল করে ছিল। তাই ব্যাংকগুলোকে দুর্দশা থেকে ফিরিয়ে আনতে নতুন দায়িত্ব নিয়েছে বিএবির।
১৭ বছরে এককভাবে সংগঠনটির সভাপতির পদ দখল করে ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নুর ইসলাম মজুমদার। শুধু পদ দখল নয়, করেছেন সংগঠনের নামে প্রায় ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ।
এমন অবস্থায় গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্যাংকগুলোর পর্ষদ পুনর্গঠন করতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। দায়িত্ব পাওয়া সেই নতুন পরিচালকদের নিয়ে বৈঠকে বসে বিএবি। এতে ১৭ বছর পর নতুন সভাপতি পেয়েছে সংগঠনটি। সোমবার সংগঠনটির বৈঠকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
বিএবির নতুন সভাপতি হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, ভাইস চেয়ারম্যান ব্যাংক এশিয়ার রোমো রউফ চৌধুরী এবং ফার্সট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারমযান আব্দুল মান্নান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
নতুন ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, আগামী জানুয়ারির মধ্যে ব্যাংক খাতের এই দুর্দশা কেটে যাবে। সেজন্য এ বছরের চার মাস বিএবির সবাইকে একসাথে কাজ করতে হবে।
অপরদিকে আগের কমিটি মৌলিক কোনো কাজ করেনি। শুধু বিভিন্ন অনুষ্ঠানের নামে তহবিল সংগ্রহ করেছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
অপরদিকে সংগঠনের নামে ব্যাংকগুলো থেকে যে অর্থ ছয়-নয় করা হয়েছে এবং যারা করেছে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় বিএবির নতুন কমিটি।