রাজনৈতিক ঐক্য গড়ে নির্বাচন: উপদেষ্টা রিজওয়ানা
- আপডেট সময় : ১১:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সংলাপের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার ও সংশোধনী আনার পরই সরকার নির্বাচনের কথা ভাবছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, একপর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার ও কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনী এনে তারপরে আমরা নির্বাচনের কথা ভাবছি। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার এবং পরে তারা নির্বাচনে যেতে চায়। কাজেই আজকের দিনে বাস্তবতাটাও ভিন্ন, প্রেক্ষিতটাও ভিন্ন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চয়ই এতদিনে এই উপলব্ধি এসেছে যে, এরশাদ সরকার যা করে যেতে পারেনি তার ফল কী হয়েছে। তারাও (রাজনৈতিক দল) কোনো সংস্কার করেনি, এটার ফল কী হয়েছে সেটাও ৫ আগস্ট গোটা জাতি দেখেছে। কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না।