ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৯২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজেট সহায়তা হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০০ মিলিয়ন ইউএস ডলার দিচ্ছে বাংলাদেশকে। রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সহায়তার অংশ হিসেবে বেশ কয়েকটি ধাপে বাংলাদেশকে বাজেটে অর্থ সহায়তা দেবে এডিবি। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে সংস্থাটি।

জানা গেছে, ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য ১৫শ’ মিলিয়ন ডলার দেবে এডিবি। এর প্রথম অংশ হিসেবে ৫০০ মিলিয়ন ইউএস ডলার আসবে আগামী বছরের মার্চ মাসে। এ ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতে সংস্কারের জন্য এডিবির কাছে ১ বিলিয়ন ইউএস ডলার চাওয়া হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরের মধ্যে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

আপডেট সময় : ০৮:০৯:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

বাজেট সহায়তা হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৪০০ মিলিয়ন ইউএস ডলার দিচ্ছে বাংলাদেশকে। রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন বলেন, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সহায়তার অংশ হিসেবে বেশ কয়েকটি ধাপে বাংলাদেশকে বাজেটে অর্থ সহায়তা দেবে এডিবি। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দেবে সংস্থাটি।

জানা গেছে, ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য ১৫শ’ মিলিয়ন ডলার দেবে এডিবি। এর প্রথম অংশ হিসেবে ৫০০ মিলিয়ন ইউএস ডলার আসবে আগামী বছরের মার্চ মাসে। এ ছাড়া বাংলাদেশের জ্বালানি খাতে সংস্কারের জন্য এডিবির কাছে ১ বিলিয়ন ইউএস ডলার চাওয়া হয়েছে, যা নিয়ে আলোচনা চলছে।