১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছে বন্দুক হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘সাবেক প্রেসিডেন্টের অক্ষত থাকার খবরে আমি স্বস্তি পেয়েছি। আমি অনেকবার বলেছি, আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো সহিংসতার কোনো স্থান নেই।’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার সময় গলফ খেলছিলেন ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন।

আমেরিকার সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, বন্দুকধারীর কাছে একে-৪৭–এর মতো রাইফেল ছিল বলে মনে করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী।

এর আগে, গত জুলাইয়ে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। এতে সামান্য আহত হন তিনি। এই হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনের মৃত্যু হয়।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

আমেরিকায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই: বাইডেন

আপডেট : ০২:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছে বন্দুক হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বাইডেন বলেন, ‘সাবেক প্রেসিডেন্টের অক্ষত থাকার খবরে আমি স্বস্তি পেয়েছি। আমি অনেকবার বলেছি, আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা বা অন্য কোনো সহিংসতার কোনো স্থান নেই।’

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের খুব কাছেই বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলার সময় গলফ খেলছিলেন ট্রাম্প।

রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প নিরাপদে আছেন।

আমেরিকার সিক্রেট সার্ভিসের সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, বন্দুকধারীর কাছে একে-৪৭–এর মতো রাইফেল ছিল বলে মনে করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী।

এর আগে, গত জুলাইয়ে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। এতে সামান্য আহত হন তিনি। এই হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনের মৃত্যু হয়।