১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী

ছাত্র-জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সরদার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই মামলায় কারাগারে পাঠানোর আবেদন করেন।

এসময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের। এবং মাহাবুব আলী বিমানপ্রতিমন্ত্রীর দায়িত্বপালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল।

সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগী করেন তারা। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত নন।

মামলার অভিযোগের তথ্যানুযায়ী, রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানীতে চাকরি করতেন সিয়াম সরদার (১৭)। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে মিরপুর-১০ নম্বরে গুলিতে আহত হন তিনি।

দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সিয়ামের বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন।

এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর মডেল থানায় দায়ের করা সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। একই মামলায় রোববার রাত ১১টায় রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান নূরকে।

অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ অনুমোদন

হত্যা মামলায় কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী

আপডেট : ১০:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ছাত্র-জনতার আন্দোলনে মিরপুরে সিয়াম সরদার হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই মামলায় কারাগারে পাঠানোর আবেদন করেন।

এসময় বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংসের পেছনে ভূমিকা ছিল আসাদুজ্জামান নূরের। এবং মাহাবুব আলী বিমানপ্রতিমন্ত্রীর দায়িত্বপালনকালে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল।

সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারকে সহযোগী করেন তারা। তবে আসামিপক্ষের আইনজীবীদের দাবি, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত নন।

মামলার অভিযোগের তথ্যানুযায়ী, রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানীতে চাকরি করতেন সিয়াম সরদার (১৭)। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে মিরপুর-১০ নম্বরে গুলিতে আহত হন তিনি।

দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর সিয়ামের বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন।

এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মিরপুর মডেল থানায় দায়ের করা সিয়াম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। একই মামলায় রোববার রাত ১১টায় রাজধানীর বেইলি রোড থেকে গ্রেপ্তার করা হয় আসাদুজ্জামান নূরকে।