ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টেকনাফে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৪

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪৩৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’র এক কমান্ডারসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে আরসা কমান্ডার রহিমুল্লাহসহ তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল-মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার কমান্ডারসহ চারজনকে আটক করে র‍্যাব-১৫। টেকনাফের হোয়াইক্যং এলাকার পাহাড়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

র‍্যাব জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী দুই বাংলাদেশিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৪৪ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুসাসহ দুই আরসা সন্ত্রাসী ও তাদের বাংলাদেশি দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি বিস্ফোরক, বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে আরসার কমান্ডারসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০৫:৪২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা’র এক কমান্ডারসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে আরসা কমান্ডার রহিমুল্লাহসহ তাদের গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল-মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হোয়াইক্যং এলাকা থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার কমান্ডারসহ চারজনকে আটক করে র‍্যাব-১৫। টেকনাফের হোয়াইক্যং এলাকার পাহাড়ে ওই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী।

র‍্যাব জানিয়েছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকা অভিযান চালিয়ে আরসার শীর্ষ সন্ত্রাসী ও গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, আরসার আরেক সন্ত্রাসী ও তাদের সহযোগী দুই বাংলাদেশিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আস্তানা থেকে প্রায় ৪৪ কেজি বিস্ফোরক সদৃশ বস্তু, দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুসাসহ দুই আরসা সন্ত্রাসী ও তাদের বাংলাদেশি দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ কেজি বিস্ফোরক, বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।