পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার বিরুদ্ধে মামলা করবে ইউক্রেন
- আপডেট সময় : ০৫:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৬ বার পড়া হয়েছে
ইউক্রেনের কৃষি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় পোল্যান্ড, হাঙ্গেরি ও স্লোভাকিয়ার বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা করছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়ীকি পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের বাণিজ্য প্রতিনিধি তারাস কাচকা এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
গত শুক্রবার পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি জানিয়েছে, তারা ইউক্রেনের শস্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিজেদের অর্থনীতি ও কৃষক বাঁচানো স্বার্থেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দেশ তিনটি। এর কয়েক দিন পরেই ইউক্রেনের বাণিজ্য প্রতিনিধি তারাস কাচকা বললেন, পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরির সিদ্ধান্ত আইনগতভাবে ভুল। এটি প্রমাণ করার জন্য খুব শিগগিরই আমরা আইনী প্রক্রিয়া শুরু করব।
তারাস কাচকা আরও বলেন, পোল্যান্ড যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে ইউক্রেনও পোল্যান্ডের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। আমরা পোল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি নিষিদ্ধ করব। কিয়েভ আগেই বলেছিল, তারা নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সালিসি চাইতে পারে।
তারাস কাচকা আরও জানান, প্রতিবেশি দেশগুলোতে ইউক্রেনের শস্য রপ্তানির মাধ্যমে যাতে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি না হয়, সে ব্যাপারে দায়িত্ব নিতে কিয়েভ প্রস্তুত। আমরা শস্য রপ্তানির ক্ষেত্রে ‘রিয়েল টাইম’ রপ্তানি লাইসেন্সের ব্যবস্থা করতে চাই।
গত মে মাসে ইউক্রেনের প্রতিবেশী ৫ দেশে শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। গত শুক্রবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে নিজ থেকে ইউক্রেনের শস্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া।