কক্সবাজারে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গ্রেফতারের করেছে পুলিশ। গ্রেফতারকৃত কমান্ডার নুরুল ইসলামের কাছ থেকে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (২০শে সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
এপিবিএন বার্তায় বলা হয়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে আরসার একটি সন্ত্রাসী গ্রুপ ১৩ নম্বর ক্যাম্পের একটি গোপন আস্তানায় অবস্থান করছে। এই খবরের সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার রাতে তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের ওই আস্তানায় অভিযান চালানো হয়। এসময় এপিবিএন পুলিশ মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরসার কমান্ডার নুরুল ইসলামকে গ্রেফতার করে। পুলিশ ওই আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি জি ত্রি রাইফেল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে।
আরসার এই কমান্ডারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে নতুন করে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশ সন্ত্রাসী গ্রুপের অন্য সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
গ্রেফতার নুরুল ইসলামকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।