ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আ.লীগের ২৮ নেতা-এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনা সরকারের পতনের পর গেলো এক মাসে আওয়ামী লীগের অনেক নেতা, সাবেক মন্ত্রী-এমপি দেশ ছেড়ে পালিয়েছেন। এরমধ্যে ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফত এবং পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এখনো অনেক সাবেক মন্ত্রী ও এমপি দেশ ছাড়ার চেষ্টা করছেন।

ছাত্র জনতার অভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী ও সংসদ সদস্য পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ৫ই আগষ্টের পর বিভিন্ন সময়ে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

সরকারের পতনের পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সীমান্তবর্তী কোন এলাকায় আশ্রয় নেন বলে খবর পাওয়া যায়। পরে সীমান্ত অতিক্রম করে ভারত দিয়ে এখন দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।

দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ অনেকে।

গণঅভ্যূত্থানের আগেই ভারতে চলে যান আবুল হাসানাত আবদুল্ল¬াহ। স্বপরিবারে লন্ডনে পালাতে পেরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদও আগেই দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের এমন অন্তত ১৫ কেন্দ্রীয় নেতার নাম জানা গেছে। আর ৫ আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগের অন্তত ১৩ জন নেতা।

এ ছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্ল¬ব কুমার ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে গেছেন বলে জানা গেছে। আর আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, হারুন অর রশীদসহ আরও কয়েকজন কর্মকর্তা আত্মগোপনে থেকে দেশ ছাড়ার চেষ্টায় আছেন।

আত্মগাপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও তাঁর ছেলে শেখ তন্ময়সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সরকারের সুবিধাভোগীরা দেশ ছাড়ার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন

আ.লীগের ২৮ নেতা-এমপি-মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছেন

আপডেট সময় : ০৬:৩০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শেখ হাসিনা সরকারের পতনের পর গেলো এক মাসে আওয়ামী লীগের অনেক নেতা, সাবেক মন্ত্রী-এমপি দেশ ছেড়ে পালিয়েছেন। এরমধ্যে ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ এ আরাফত এবং পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। অনেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এখনো অনেক সাবেক মন্ত্রী ও এমপি দেশ ছাড়ার চেষ্টা করছেন।

ছাত্র জনতার অভ্যূত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী ও সংসদ সদস্য পালিয়ে গেছেন বিভিন্ন দেশে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ৫ই আগষ্টের পর বিভিন্ন সময়ে যারা দেশ ছেড়েছেন তাদের মধ্যে আছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।

সরকারের পতনের পরপরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সীমান্তবর্তী কোন এলাকায় আশ্রয় নেন বলে খবর পাওয়া যায়। পরে সীমান্ত অতিক্রম করে ভারত দিয়ে এখন দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে।

দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ অনেকে।

গণঅভ্যূত্থানের আগেই ভারতে চলে যান আবুল হাসানাত আবদুল্ল¬াহ। স্বপরিবারে লন্ডনে পালাতে পেরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদও আগেই দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের এমন অন্তত ১৫ কেন্দ্রীয় নেতার নাম জানা গেছে। আর ৫ আগস্টের কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়েছেন আওয়ামী লীগের অন্তত ১৩ জন নেতা।

এ ছাড়া বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্ল¬ব কুমার ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে গেছেন বলে জানা গেছে। আর আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান, হারুন অর রশীদসহ আরও কয়েকজন কর্মকর্তা আত্মগোপনে থেকে দেশ ছাড়ার চেষ্টায় আছেন।

আত্মগাপনে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল ও তাঁর ছেলে শেখ তন্ময়সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ সরকারের সুবিধাভোগীরা দেশ ছাড়ার চেষ্টা করছেন।