০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগে আস্থা কমেছে মানুষের: প্রধান বিচারপতি

বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, হস্তক্ষেপের কারণে বিচারের ওপর মানুষের আস্থা কমেছে।

বিচার বিভাগের সংস্কারের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি। এ উপলক্ষে আজ শনিবার সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অভিভাষণ অনুষ্ঠানে অংশ নেন দেশের অধস্তন আদালতের বিচারকেরা। সেই অনুষ্ঠানেই প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে বিচার বিভাগ পৃথক হয়নি। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জন্য মাসদার হোসেন মামলা রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন আবশ্যক।’ বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় জরুরি বলেও জানান প্রধান বিচারপতি। বলেন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের ক্ষেত্রে পৃথক আইন করতে হবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, স্বাধীন বিচার বিভাগ কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে মামলা হলেই গ্রেপ্তার নয় বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচারকদের ওপর। বিচার বিভাগের নিয়োগসহ সকল ক্ষেত্রে সংস্কার করা হবে। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা যাবে না, গায়েবি ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হতে হবে।

নগ্ন হস্তক্ষেপে বিচার বিভাগে আস্থা কমেছে মানুষের: প্রধান বিচারপতি

আপডেট : ০২:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, হস্তক্ষেপের কারণে বিচারের ওপর মানুষের আস্থা কমেছে।

বিচার বিভাগের সংস্কারের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি। এ উপলক্ষে আজ শনিবার সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে অভিভাষণ অনুষ্ঠানে অংশ নেন দেশের অধস্তন আদালতের বিচারকেরা। সেই অনুষ্ঠানেই প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘নির্বাহী বিভাগ থেকে কার্যকরভাবে বিচার বিভাগ পৃথক হয়নি। বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সে জন্য মাসদার হোসেন মামলা রায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন আবশ্যক।’ বিচার বিভাগের স্বাধীনতার জন্য পৃথক সচিবালয় জরুরি বলেও জানান প্রধান বিচারপতি। বলেন, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগের ক্ষেত্রে পৃথক আইন করতে হবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, স্বাধীন বিচার বিভাগ কার্যকর করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। ইতোমধ্যে মামলা হলেই গ্রেপ্তার নয় বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিচার বিভাগের মর্যাদা নির্ভর করে বিচারকদের ওপর। বিচার বিভাগের নিয়োগসহ সকল ক্ষেত্রে সংস্কার করা হবে। বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা যাবে না, গায়েবি ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হতে হবে।