ঢাকা ০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৩য় দিন শেষে বাংলাদেশ ৩৫৬ রান পিছিয়ে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চেন্নাইয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৭ রান। এ রান করতে হাতে আছে ৬ উইকেট। আলোর স্বল্পতার কারণে ১০ ওভার বাকি থাকতেই শেষ হয় টেস্টের তৃতীয় দিনের খেলা।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের দেয়া রানের পাহাড় টপকাতে ব্যাট করছে বাংলাদেশ দল। টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। টাইগারদের হাতে এখনও দুদিন সময় রয়েছে। তবে মিরাকল কিছু না হলে, ভারতের শক্তিশালী বোলিং লাইনের সামনে টিকে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জিততে হলে ইতিহাস গড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

আগের দিনের ১৪৯ রান সঙ্গে নিয়ে মাঠে এখন ব্যাট করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হক। তৃতীয় দিনে মাঠে এসে টাইগারদের শুরুটা ভালোই করেছিলো দুই ওপেনার। জাকির হোসেন এবং সাদমান ইসলাম যথাক্রমে ৩৩ এবং ৩৫ রান করে আউট হন।

দ্বিতীয় দিন যেখান ভারত শেষ করেছিলে, আজ তৃতীয় দিন সকালে সেখান থেকে একটু একটু করে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে গেছেন ভারতের দুই ব্যাটিং স্তম্ভ শুভমান গিল ও পান্ত। দুজনেই তুলে নিয়েছেন শতক।

আগের দুইদিন বাংলাদেশের বোলাররা সফলতা পেলেও, আজ নিরাশ হতে হয়েছে তাদের। সকালের প্রথম সেশনে ভারতের দুই ব্যাটারের দৃঢ়তায় কোন উইকেট পায়নি তাঁরা। ফলে ভারতীয়রা গড়ে তোলে বিশাল রানের সংগ্রহ। লাঞ্চ বিরতীর পর শুধু একটি উইকেট পায় বাংলাদেশ। ফলে আজ দ্বিতীয় ইনিংসে চার উইকেটের বিনিময়ে আজ ভারত সংগ্রহ করে ২৮৭।

প্রথম ইনিংসে ভারত বাংলাদেশের বিপক্ষে ৩৭৬ রান করে। জবাবে মাত্র ১৪৯ করেই থেমকে যায় টাইগারদের ইনিংস। ফলোঅনের সুযোগ থাকলেও ভারত আবার ব্যাটিংয়ে নামে।

নিউজটি শেয়ার করুন

৩য় দিন শেষে বাংলাদেশ ৩৫৬ রান পিছিয়ে

আপডেট সময় : ১০:৩০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাইয়ে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৫৭ রান। এ রান করতে হাতে আছে ৬ উইকেট। আলোর স্বল্পতার কারণে ১০ ওভার বাকি থাকতেই শেষ হয় টেস্টের তৃতীয় দিনের খেলা।

চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের দেয়া রানের পাহাড় টপকাতে ব্যাট করছে বাংলাদেশ দল। টেস্ট জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৫১৫ রান। টাইগারদের হাতে এখনও দুদিন সময় রয়েছে। তবে মিরাকল কিছু না হলে, ভারতের শক্তিশালী বোলিং লাইনের সামনে টিকে থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জিততে হলে ইতিহাস গড়তে হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

আগের দিনের ১৪৯ রান সঙ্গে নিয়ে মাঠে এখন ব্যাট করছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত এবং মমিনুল হক। তৃতীয় দিনে মাঠে এসে টাইগারদের শুরুটা ভালোই করেছিলো দুই ওপেনার। জাকির হোসেন এবং সাদমান ইসলাম যথাক্রমে ৩৩ এবং ৩৫ রান করে আউট হন।

দ্বিতীয় দিন যেখান ভারত শেষ করেছিলে, আজ তৃতীয় দিন সকালে সেখান থেকে একটু একটু করে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে গেছেন ভারতের দুই ব্যাটিং স্তম্ভ শুভমান গিল ও পান্ত। দুজনেই তুলে নিয়েছেন শতক।

আগের দুইদিন বাংলাদেশের বোলাররা সফলতা পেলেও, আজ নিরাশ হতে হয়েছে তাদের। সকালের প্রথম সেশনে ভারতের দুই ব্যাটারের দৃঢ়তায় কোন উইকেট পায়নি তাঁরা। ফলে ভারতীয়রা গড়ে তোলে বিশাল রানের সংগ্রহ। লাঞ্চ বিরতীর পর শুধু একটি উইকেট পায় বাংলাদেশ। ফলে আজ দ্বিতীয় ইনিংসে চার উইকেটের বিনিময়ে আজ ভারত সংগ্রহ করে ২৮৭।

প্রথম ইনিংসে ভারত বাংলাদেশের বিপক্ষে ৩৭৬ রান করে। জবাবে মাত্র ১৪৯ করেই থেমকে যায় টাইগারদের ইনিংস। ফলোঅনের সুযোগ থাকলেও ভারত আবার ব্যাটিংয়ে নামে।