ঢাকা ০২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্বিতীয়ার্ধে গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলছে রিয়েল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধজুড়ে এস্পানিওলের ওপর রীতিমতো আক্রমণের স্ট্রিম রোলার চালায় রিয়েল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে-রদ্রিগো-বেলিংহামরা প্রথমার্ধে ১৪টি শট নিয়েও জাল খুঁজে পেলেন না। মাদ্রিদ সমর্থকেরা সম্ভবত এরপরেও নির্ভার ছিলেন। দ্বিতীয়ার্ধ যে তখনো বাকি। আর চলতি মৌসুমে মাদ্রিদ যেন গোলের জন্য শুধু দ্বিতীয়ার্ধকেই বেছে নিচ্ছে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আট ম্যাচে ১৮টি গোল করেছে মাদ্রিদ। এরমধ্যে ১৭টি গোলই তারা করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। শুধু মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধে গোল পেয়েছিল লস ব্লাঙ্কোরা।

গতকাল শনিবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৪ মিনিটে গোলকিপার থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল মাদ্রিদ। তবে ‘অভ্যাস’ মতো এরপর একে একে চারটি গোল আদায় করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় পেয়েছে আনচেলত্তির দল। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল চারটি করেছেন দানি কারভাহাল, রদ্রিগো, ভিনিসিয়ুস ও এমবাপ্পে।

এস্পানিওলের বিপক্ষে পাওয়া গতকালের এ জয়ে দারুণ একটি রেকর্ডে নাম উঠেছে মাদ্রিদের। এ নিয়ে লা লিগায় সর্বশেষ ৩৮ ম্যাচেই অপরাজিত (২৮ জয় ও ১০ ড্র) কার্লো আনচেলত্তির শিষ্যরা। যা স্প্যানিশ লিগ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত (২২ জয় ও ১৬ ড্র) ছিল রিয়েল সোসিয়েদাদ।

এ তালিকায় সবার ওপরে মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত (৩৪ জয় ও ৯ ড্র) ছিল কাতালান ক্লাবটি।

গতকাল গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৪ মিনিটে আত্মঘাতী গোল হজম করে মাদ্রিদ। চলতি শতাব্দীতে মাদ্রিদের প্রথম গোলকিপার হিসেবে লা লিগায় আত্মঘাতী গোল খেলেন কোর্তোয়া। তাতেও জয়ের জন্য বেগ পেতে হয়নি মাদ্রিদকে। এর ৪ মিনিট পরেই ম্যাচে সমতা (১-১) ফেরান কারভাহাল।

ম্যাচের ৭৫ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে স্কোরলাইন ২-১ করেন রদ্রিগো। এর তিন মিনিট পরে এমবাপ্পের পাস থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে বক্সের ভেতর এনদ্রিককে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পটকিক থেকে মাদ্রিদের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে।

৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে আছে মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সা ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অবশ্য চলতি মৌসুমে লিগের প্রথম তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছিল মাদ্রিদ। সেখান থেকে পরের তিন ম্যাচে জয় পেয়েছে আনচেলত্তির দল। এ নিয়ে ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রিদ কোচ।

গতকাল ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। এস্পানিওলের গোলের পর আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পেরেছি। আমরা ছন্দে ছিলাম। বেশি সুযোগও তৈরি করেছি। আমাদের খেলায় গতি ছিল। বল নিয়ে দ্রুত আক্রমণে উঠেছি। গতিই আমাদের মূল অস্ত্র। তৃতীয় গোলটি আলাদাভাবে নজর কেড়েছে। প্রতিআক্রমণটা ছিল অসাধারণ। ধীরে ধীরে আমরা নিজেদের সেরা সংস্করণে ফিরছি।’

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয়ার্ধে গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলছে রিয়েল মাদ্রিদ

আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধজুড়ে এস্পানিওলের ওপর রীতিমতো আক্রমণের স্ট্রিম রোলার চালায় রিয়েল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে-রদ্রিগো-বেলিংহামরা প্রথমার্ধে ১৪টি শট নিয়েও জাল খুঁজে পেলেন না। মাদ্রিদ সমর্থকেরা সম্ভবত এরপরেও নির্ভার ছিলেন। দ্বিতীয়ার্ধ যে তখনো বাকি। আর চলতি মৌসুমে মাদ্রিদ যেন গোলের জন্য শুধু দ্বিতীয়ার্ধকেই বেছে নিচ্ছে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত আট ম্যাচে ১৮টি গোল করেছে মাদ্রিদ। এরমধ্যে ১৭টি গোলই তারা করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। শুধু মায়োর্কার বিপক্ষে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে প্রথমার্ধে গোল পেয়েছিল লস ব্লাঙ্কোরা।

গতকাল শনিবার রাতেও এর ব্যতিক্রম হয়নি। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৪ মিনিটে গোলকিপার থিবো কোর্তোয়ার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল মাদ্রিদ। তবে ‘অভ্যাস’ মতো এরপর একে একে চারটি গোল আদায় করেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। তাতে শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় পেয়েছে আনচেলত্তির দল। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে গোল চারটি করেছেন দানি কারভাহাল, রদ্রিগো, ভিনিসিয়ুস ও এমবাপ্পে।

এস্পানিওলের বিপক্ষে পাওয়া গতকালের এ জয়ে দারুণ একটি রেকর্ডে নাম উঠেছে মাদ্রিদের। এ নিয়ে লা লিগায় সর্বশেষ ৩৮ ম্যাচেই অপরাজিত (২৮ জয় ও ১০ ড্র) কার্লো আনচেলত্তির শিষ্যরা। যা স্প্যানিশ লিগ ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে লিগে টানা ৩৮ ম্যাচ অপরাজিত (২২ জয় ও ১৬ ড্র) ছিল রিয়েল সোসিয়েদাদ।

এ তালিকায় সবার ওপরে মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ৪৩ ম্যাচ অপরাজিত (৩৪ জয় ও ৯ ড্র) ছিল কাতালান ক্লাবটি।

গতকাল গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৪ মিনিটে আত্মঘাতী গোল হজম করে মাদ্রিদ। চলতি শতাব্দীতে মাদ্রিদের প্রথম গোলকিপার হিসেবে লা লিগায় আত্মঘাতী গোল খেলেন কোর্তোয়া। তাতেও জয়ের জন্য বেগ পেতে হয়নি মাদ্রিদকে। এর ৪ মিনিট পরেই ম্যাচে সমতা (১-১) ফেরান কারভাহাল।

ম্যাচের ৭৫ মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে স্কোরলাইন ২-১ করেন রদ্রিগো। এর তিন মিনিট পরে এমবাপ্পের পাস থেকে ব্যবধান বাড়ান ভিনিসিয়ুস। ম্যাচের যোগ করা সময়ের শেষ মিনিটে বক্সের ভেতর এনদ্রিককে ফাউল করলে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পটকিক থেকে মাদ্রিদের চতুর্থ গোলটি করেন এমবাপ্পে।

৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে আছে মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সা ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। অবশ্য চলতি মৌসুমে লিগের প্রথম তিন ম্যাচের দুটিতেই পয়েন্ট হারিয়েছিল মাদ্রিদ। সেখান থেকে পরের তিন ম্যাচে জয় পেয়েছে আনচেলত্তির দল। এ নিয়ে ম্যাচ শেষে সন্তোষ প্রকাশ করেছেন মাদ্রিদ কোচ।

গতকাল ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। এস্পানিওলের গোলের পর আমরা দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পেরেছি। আমরা ছন্দে ছিলাম। বেশি সুযোগও তৈরি করেছি। আমাদের খেলায় গতি ছিল। বল নিয়ে দ্রুত আক্রমণে উঠেছি। গতিই আমাদের মূল অস্ত্র। তৃতীয় গোলটি আলাদাভাবে নজর কেড়েছে। প্রতিআক্রমণটা ছিল অসাধারণ। ধীরে ধীরে আমরা নিজেদের সেরা সংস্করণে ফিরছি।’