০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি: রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ১০:৪২:১৪ অপরাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৪ দেখেছেন

ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে আছে। পুলিশে, প্রশাসনে এখনও তাদের লোক রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে তারা দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করে তুলছে।’

বিএনপি রিজভী বলেন, ‘শুধু পুলিশ বা প্রশাসন নয়, বিচার বিভাগও ছিল শেখ হাসিনার জল্লাদখানা। বিচারক, বিচারপতি পদে নিজের লোক দিয়েছেন। খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীদের সাজা দিতে তিনি এ অপতৎপরতা চালান।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘ভারতের কহিনুর ছিলেন শেখ হাসিনা। এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনঃকষ্ট থামছেই না। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি।’

সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আজসানসহ জ্যেষ্ঠ নেতারা।

ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি: রিজভী

আপডেট : ১০:৪২:১৪ অপরাহ্ন, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪

ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার বিকেলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের লোকজন ঘাপটি মেরে আছে। পুলিশে, প্রশাসনে এখনও তাদের লোক রয়েছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের লক্ষ্যে তারা দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করে তুলছে।’

বিএনপি রিজভী বলেন, ‘শুধু পুলিশ বা প্রশাসন নয়, বিচার বিভাগও ছিল শেখ হাসিনার জল্লাদখানা। বিচারক, বিচারপতি পদে নিজের লোক দিয়েছেন। খালেদা জিয়াসহ বিএনপির নেতা-কর্মীদের সাজা দিতে তিনি এ অপতৎপরতা চালান।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘ভারতের কহিনুর ছিলেন শেখ হাসিনা। এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনঃকষ্ট থামছেই না। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি।’

সমাবেশে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আজসানসহ জ্যেষ্ঠ নেতারা।