ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনা–রেহানার নামে হত্যা মামলা, তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ফজলু নামে এক গার্মেন্টস কর্মী গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ৭১ জনের নামে মামলা করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, হাবিবুর রহমান, কামরুজ্জামান। বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন ফজলু। ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানার মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থান করার সময় গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে স্থানীয় মাক্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা–রেহানার নামে হত্যা মামলা, তদন্তে পিবিআই

আপডেট সময় : ০৬:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. ফজলু নামে এক গার্মেন্টস কর্মী গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ৭১ জনের নামে মামলা করা হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, হাবিবুর রহমান, কামরুজ্জামান। বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন ফজলু। ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানার মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থান করার সময় গুলিবিদ্ধ হন তিনি। উদ্ধার করে স্থানীয় মাক্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।