ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩৮০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানায়।

সোমবার এ সংক্রান্ত প্রতিবাদপত্র ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারকে হস্তান্তর করা হয়েছে। এতে ভারতীয় রাজনীতিবীদদের এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিবেশী দুই বন্ধু দেশের পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতার পরিপন্থি।

গত ২০ সেপ্টেম্বর ঝাড়খন্ডে এক নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উলটো করে ঝুলানোর হুমকি দেন অমিত শাহ। তিনি বলেন, ‘ঝাড়খন্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা ওপরের দিকে দিয়ে উলটো করে ঝুলিয়ে রাখা হবে।’

অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে জনমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব। কারণ তারা তাদের ভোট ব্যাংক।’

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন (অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনেন), তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের কড়া প্রতিবাদ

আপডেট সময় : ০৯:৪৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশিদের নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ঝাড়খন্ড সফরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে যে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ তার তীব্র প্রতিবাদ জানায়।

সোমবার এ সংক্রান্ত প্রতিবাদপত্র ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনারকে হস্তান্তর করা হয়েছে। এতে ভারতীয় রাজনীতিবীদদের এ ধরনের মন্তব্য থেকে বিরত রাখতে ভারত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রতিবেশী দুই বন্ধু দেশের পারস্পরিক সম্পর্ক এবং সমঝোতার পরিপন্থি।

গত ২০ সেপ্টেম্বর ঝাড়খন্ডে এক নির্বাচনী প্রচারণায় অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উলটো করে ঝুলানোর হুমকি দেন অমিত শাহ। তিনি বলেন, ‘ঝাড়খন্ডকে রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করবে বিজেপি। তাদের পা ওপরের দিকে দিয়ে উলটো করে ঝুলিয়ে রাখা হবে।’

অমিত শাহ বলেন, ‘বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কারণে ঝাড়খণ্ডে জনমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন জেএমএম নেতৃত্বাধীন জোট সরকার অনুপ্রবেশকারীদের বিষয়ে নীরব। কারণ তারা তাদের ভোট ব্যাংক।’

এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যদি ঝাড়খণ্ডে সরকার পরিবর্তন করেন (অর্থাৎ বিজেপিকে ক্ষমতায় আনেন), তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ঝাড়খণ্ডে প্রত্যেক রোহিঙ্গা ও বাংলাদেশিদের ধরে ধরে বের করে দেওয়া হবে।’