সুইডেনকে ন্যাটোতে নিতে তুরস্কের সুর বদল
- আপডেট সময় : ০২:৩৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৩৫ বার পড়া হয়েছে
সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার ইস্যুতে আবারও সুর পাল্টালো তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, মার্কিন এফ-সিক্সটিন যুদ্ধ বিমান পেলে সদস্যপদ পেতে সুইডেনকে সমর্থন দিতে আপত্তি নেই।
গত মঙ্গলবার আজারবাইজান থেকে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট জানান, সুইডেনের ন্যাটোভুক্তি আমেরিকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন যদি তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের আলোচনা সামনে এগিয়ে নিয়ে যায় তাহলে ন্যাটোতে সুইডেনের সদস্যপদ অনুমোদন দেবে তুর্কি সংসদ।
এরদোয়ান বলেন, ‘সুইডেনের সদস্যপদ অনুমোদনের বিষয়টি তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সঙ্গে যুক্ত করেছে মার্কিন প্রশাসন। তারা যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে, আমাদের পার্লামেন্টও নিজেদের প্রতিশ্রুতি রাখবে। তুর্কি সংসদই সুইডেনের ন্যাটোর সদস্যপদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
এর আগে, এ বছর জুলাইয়ে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তি সমর্থন দেয় তুরস্ক। সুইডেন, সে সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর, দেশটির ন্যাটোভুক্ত হওয়ার প্রক্রিয়া এগিয়ে নিতে আপত্তি না থাকার কথা জানান তুর্কি প্রেসিডেন্ট। সে সময় তুরস্ককে এফ-সিক্সটিন যুদ্ধ বিমান দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত কয়েক দশক ধরে নিরপেক্ষতার নীতি অবলম্বন করে আসছিল সুইডেন ও ফিনল্যান্ড। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে সম্ভাব্য আগ্রাসনের ভয়ে গত বছর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করে দেশ দুটি। ন্যাটোতে যোগ দিতে গত এপ্রিলে ফিনল্যান্ড সবুজ সংকেত পেয়েছে। তবে তুরস্কের বাধায় ঝুলছে সুইডেন।