ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ফের ৬ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডা থানার কিশোর হৃদয় হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আগরওয়ালাকে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় ডিবি।
রাষ্ট্রপক্ষের আবেদনে পুলিশ জানায় এই হত্যার ঘটনাসহ ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে অর্থ এবং অস্ত্র দিয়ে সহায়তা করেছে আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধাভোগী এই ব্যবসায়ী। বেশকিছু তথ্য জানতে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী শুনানিতে বলেন, ‘কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এ সরকার কাউকে গ্রেপ্তার করছে না।’
আর আসামি পক্ষের আইনজীবী সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, ‘ব্যবসায়িক স্বার্থে তাঁকে এই মামলায় আসামি করা হয়েছে। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন বেশকিছু গ্রাউন্ডে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে আসামির বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে আগরওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়। পরে বাড্ডা থানার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে ৪ সেপ্টেম্বর তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। ৭ সেপ্টেম্বর আগরওয়ালকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হয় ১৬ বছরের কিশোর হৃদয়। হৃদয় আহমেদ নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগরওয়ালাসহ ১৬১ জনের নামে মামলা করা হয়। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৪০০ থেকে ৫০০ জনকে। গত ২২ আগস্ট বাড্ডা থানায় শিবচর পৌরসভার সাবেক কমিশনার শাহাদাত হোসেন খান মামলাটি করেন।