‘হাসিনা বিদেশি প্রভু ও দেশি এজেন্টদের দিয়ে অপচেষ্টা চালাচ্ছে’
- আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৭৮ বার পড়া হয়েছে
দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। আজ (শুক্রবার, ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় মাহমুদুর রহমান বলেন, বিদেশি প্রভুদের নিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নষ্ট করার পাঁয়তারা করছে পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা। এরপর তাকে ছাত্র-জনতার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
দৈনিক আমার দেশ পত্রিকা এবং ড. মাহমুদুর রহমান নজির হয়ে আছে বিগত আওয়ামী সরকারের বিরোধী মত দমনের৷ তিনি বিগত সরকারকে ফ্যাসিস্ট আক্ষাও প্রথম দিয়েছিলেন। ২০০৯ থেকে ২০১৩ সালে তার বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মামলা দেয়া হয়। জেল খাটেন পাঁচ বছর, তারপর হামলা-নির্যাতনসহ নানা কারণে পাড়ি জমান তুরস্কে।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার প্রায় দুই মাস পর দেশে ফিরলেন মাহমুদুর রহমান। আজ সকালে তিনি বিমানবন্দরে অবতরণ করেন।
দেশ ছাড়ার প্রায় ছয় বছর পর দেশের মাটিতে ফিরলে তাকে বিমানবন্দরে সংবর্ধনা জানান ছাত্র-জনতা। সেই সঙ্গে বিভিন্ন দলের নেতারাও ছিলেন।
সংবর্ধনায় তিনি জানান, উদ্ভট বিচিত্র মামলায় অন্যায়ভাবে শতাধিকের বেশি মামলা দিয়েছে তার বিরুদ্ধে শেখ হাসিনা ও তার দোসররা।
মাহমুদুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দেয়া হয়েছে। মামলাগুলো একেবারে উদ্ভটরকমের।’
তার বিরুদ্ধে করা মামলাগুলোতে আইনি মোকাবিলা করবেন বলে জানিয়েছেন মাহমুদুর রহমান। অন্তর্বর্তী সরকার তাকে জেলে পাঠালেও তার কোনো সমস্যা নেই বলেও জানান তিনি।
ছাত্র- জনতার বিপ্লব নস্যাৎ করতে শেখ হাসিনার দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ড. মাহমুদুর রহমান।
তিনি বলেন, ‘ছাত্র জনতা যে বিপ্লব অর্জন করেছে তা নষ্ট করতে হাসিনা বিদেশি প্রভু ও দেশি এজেন্টদের দিয়ে অপচেষ্টা চালাচ্ছে।’
মাহমুদুর রহমানের মা অসুস্থ থাকায় তাকে দেখতেই দ্রুত দেশে ফিরেছেন তিনি। দু’দিন মায়ের সাথে থেকে আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) আদালতে যাবেন বলে জানান তিনি।