বিএনপির হাকডাক খালি কলসি বেশি বাজার মতো: হাছান মাহমুদ

- আপডেট সময় : ০২:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৮৫ বার পড়া হয়েছে

বিএনপির হাকডাক খালি কলসি বেশি বাজার মতো, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে বিএনপিকে ঘেরাও করা হবে বলেও হুঁশিয়ারি তার। ফাঁকা আওয়াজ দিয়ে আওয়ামী লীগকে উপড়ে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন দলের কেন্দ্রীয় নেতারা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তার এসব কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মিরপুর ১০ নম্বর গোলচত্বর ফলপট্টি এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। দুপুরের পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হন সমাবেশস্থলে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি’র হাকডাকে কোন কাজ হবে না। আগামী তিন মাস দলীয় নেতা কর্মীদের সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান তিনি।
দলের প্রেসিডিয়াম সদস্যদের অভিযোগ, জনসমর্থন নেই বলে নির্বাচনে অংশ নিতে টালবাহানা শুরু করেছে বিএনপি। হুঁশিয়ার করে দেন ভয় পাওয়ার দল আওয়ামী লীগ নয়।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।