বার্সার উৎসবের রাতে মেসি-রোনালদোর টেবিলে লেভা
- আপডেট সময় : ০১:০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
নতুন কোচ হানসি ফ্লিকের অধীনে লা লিগায় টানা পাঁচ ম্যাচ জিতে উড়তে থাকা বার্সেলোনা নতুন সংস্করণের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হেরে বসেছিল মোনাকোর কাছে। এরপর লিগে আরও দুই ম্যাচ জিতলেও চলতি সপ্তাহের শুরুতে লা লিগাতেও হারের স্বাদ পায় তারা। সর্বশেষ ম্যাচে ওসাসুনার কাছে ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সা। সে ধাক্কা কাটাতে গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইয়াং বয়েজের মুখোমুখি হয়েছিল ফ্লিকের দল।
ধারে-ভারে-ঐতিহ্যে পিছিয়ে থাকা সুইস ক্লাবটি বার্সার কাছে পাত্তাই পায়নি। ঘরের মাঠ অলিম্পিক লুইস কোম্পানি স্টেডিয়ামে ইয়াং বয়েজ ৫-০ গোলে উড়ে গেছে ফ্লিকের দলের কাছে। জোড়া গোল করেছেন রবের্ত লেভানদফস্কি। এছাড়া রাফিনিয়া ও ইনিগো মার্তিনেস একটি করে গোল পেয়েছেন। ম্যাচের শেষ দিকে ইয়াং বয়েজ সেন্টার ব্যাক মোহামেদ আলি কামারা নিজেদের জালে একটি বল জড়িয়েছেন।
বার্সার জয়ে বড় অবদান রাখা লেভানদফস্কি গতকালের জোড়া গোলে জোড়া কীর্তি গড়েছেন। সেটাও আবার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুই কীর্তিতে নিজের নাম লিখিয়ে।
গতকাল ম্যাচের অষ্টম মিনিটেই নিজের প্রথম গোল পেয়ে যান লেভানদফস্কি। দলীয় প্রচেষ্টায় পেছন থেকে খেলা গড়ে বক্সের ডান প্রান্ত থেকে লেভানদফস্কির উদ্দেশ্যে বল বাড়ান রাফিনিয়া। পোলিশ স্ট্রাইকার এমন জায়গায় বল পেয়েছিলেন, সেখান থেকে জালে বল জড়াতে কেবল পা লাগালেই চলত লেভার। সে পথে ভুল করেননি পোলিশ গোলমেশিন।
বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান লেভানদফস্কি। রাফিনিয়ার কর্নার থেকে প্রথমে হেড করেছিলেন মার্তিনেস। সেটি যায় লেভাদফস্কির সামনে। অনেকটা নীচু হয়ে হেড করে সেটি জালে পাঠান ৩৬ বছর বয়সী এ স্ট্রাইকার।
এটি ছিল চ্যাম্পিয়নস লিগে ১২২তম ম্যাচ খেলতে নামা লেভার ৯৬তম গোল। অর্থাৎ ম্যাচ প্রতি গড়ে ০.৭৯টি করে গোল করেছেন লেভানদফস্কি। ইউরোপ সেরার এ প্রতিযোগিতায় অন্তত ৫০ গোল করেছেন, এমন ফুটবলারদের ম্যাচ প্রতি গড় গোলের তালিকায় যা যৌথভাবে সর্বোচ্চ। এ তালিকায় লেভার সঙ্গে শীর্ষে আছেন সাবেক বার্সা মহাতারকা লিওনেল মেসি।
বার্সা ও পিএসজির জার্সিতে ১৬৯ ম্যাচে ১২৯ গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির গড়ও লেভার সমান ০.৭৯। ম্যাচপ্রতি গড়ে ০.৭৭ গোল করে তালিকায় পরের অবস্থানে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে আছেন ডাচ কিংবদন্তি রুদ ফন নিস্তলরয়। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা রোনালদো ১৮৩ ম্যাচে ১৪০ বার লক্ষ্যভেদ করেছেন। অন্যদিকে নিস্তলরয়ের গোল ৫৬টি (৭৩ ম্যাচে)।
গড় গোলে মেসির রেকর্ড ছোঁয়ার পথে আরেক রেকর্ডে রোনালদোকে ছুঁয়েছেন লেভানদফস্কি। বয়স ৩০ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগে অন্তত ৫০ গোল করা দ্বিতীয় ফুটবলার হয়েছেন বার্সা স্ট্রাইকার। ৩০তম জন্মদিনের কেক কাটার পর এ নিয়ে ৫১ বার জালে বল জড়িয়েছেন পোলিশ গোলমেশিন। সবার আগে এ তালিকায় ঢোকা রোনালদো ৩০ বছর পূর্ণ হওয়ার পরে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন ৬৮টি।