জীবন বাঁচাতে দৌড়ে বাংকারে ঢোকেন নেতানিয়াহু?
- আপডেট সময় : ০৮:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৩৮৭ বার পড়া হয়েছে
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে ভয়ে-আতঙ্কে জরুরি বাংকারে আশ্রয় গ্রহণ করেন হাজার হাজার ইসরায়েলি। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার সদস্যরা পর্যন্ত বাংকারে আশ্রয় গ্রহণ করেন। এমনকি সেখানেই তাদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর দৌড় দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে বাংকারে প্রবেশ করেছেন তিনি।
এনডিটিভির খবর অনুযায়ী, মঙ্গলবার (০১ অক্টোবর) রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এদের মধ্যে কয়েকটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও ছিল। এদের কয়েকটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করেছে। এর জেরে ইসরায়েলজুড়ে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। হাজারো মানুষ নিরাপদে আশ্রয় গ্রহণ করেন। ওই দিন রাতেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভেসে বেড়াতে দেখা যায়। যেখানে বলা হচ্ছে, ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে দৌড়ে বাংকারে প্রবেশ করছেন নেতানিয়াহু।
সামাজিক মাধ্যমে ইরানপন্থী বিভিন্ন ব্যবহারকারী বার বার এই ভিডিওটি শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু একটি করিডোর দিয়ে দৌড়ে কোথাও যাচ্ছেন।
এই ভিডিওটি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ইরানের জবাবের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বাংকারের ভেতরে পালিয়ে যান।’
আরেকজন লিখেছেন, ‘কেউ দয়া করে বেনিয়ামিন নেতানিয়াহুকে লুকানোর একটি জায়গা দিন। এই দুর্বল লোকটি ঠিকভাবে পালাতেও পারেনি। সর্বোপরি তিনি বাংকারে লুকিয়ে তার জীবন বাঁচিয়েছেন। জনগণের জিম্মায় দেশ ছেড়ে তিনি পালিয়ে গেছেন।’
তবে এই কথিত ভিডিওটি অন্তত তিন বছরের পুরোনো। ২০২১ সালে ফেসবুকে প্রথমবারের মতো এই ভিডিওটি শেয়ার করা হয়। মূল ভিডিওতে ইসরায়েলি সংসদ নেসেটের করিডোর দিয়ে তাড়াহুড়ো করে নেতানিয়াহুকে দৌড়াতে দেখা যায়।